আমরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের “লোকসংস্কৃতি গুরুকুল”। “লোকসংস্কৃতি গুরুকুল” মূলত দেশি-বিদেশী লোকগাথা, লোকসংগীত, লোকনৃত্য, লোকগল্প, লোকসাহিত্য, লোকসংস্কৃতি, বাংলাদেশের লোকসংগীত, জনপ্রিয় লোকসংগীত বিষয়ে কাজ করা হয়। এছাড়া Folk বিষয়ক যেকোন বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। আপনারা ইতিপূর্বে আমাদের কন্টেন্ট ব্যবহার করে থাকলে, পুনরায় ফিরে আসার জন্য কৃতজ্ঞতা। আর আপনি যদি আমাদের কন্টেন্ট প্রথম দেখে থাকেন, তবে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের এর তথ্য সাগরে আপনাকে স্বাগত জানাই।
[ আমরা ]
এটি “লোকসংস্কৃতি গুরুকুল” এর অফিসিয়াল ওয়েবসাইট। আপনি হয়ত আমাদের শিক্ষক বা ছাত্রদের শিক্ষার প্রয়োজনে তৈরি “লোকসংস্কৃতি গুরুকুল” বা কাছাকাছি নামের ওয়েবসাইট খুঁজে পেতে পারেন। তবে এই সাইট থেকে অফিশিয়াল তথ্য জানানো হয়। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর কন্টেন্ট এর সাথে আপনারা পরিচিত হলে, অবশ্যই জেনে থাকবেন যে, GOLN ভিন্ন ভিন্ন শিল্প বা খাতের জন্য ভিন্ন ভিন্ন গুরুকুল বা প্রতিষ্ঠান তৈরি করেছি। এর পেছনে মুল উদ্দেশ্য হল – একটি নির্দিষ্ট বিষয়ের আগ্রহীরাই শুধু উক্ত প্রতিষ্টানের সাথে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য যেন তাদের মনোযোগ নষ্ট হবার কারণ না হয়। GOLN বিশ্বাস করে জীবন্ত, সমন্বিত শিক্ষায়। অর্থাৎ শিক্ষাটি এক মুখি নয়। এমনটি নয় যে শিক্ষকগণই সবসময় শুধু শেখাবেন, আর শিক্ষার্থীরাই শুধুমাত্র শিখবে। বরং শিক্ষা হওয়া দরকার এমন, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে শিখবেন, উভয়ের সমন্বিত বুদ্ধিমত্তায় শিক্ষা আরও উন্নত হয়ে উঠবে। GOLN শিক্ষার্থীকে রাস্তা দিয়ে নিয়ে যাবার চেয়ে, রাস্তা দেখিয়ে দেয়াতে বিশ্বাস করে। যেই রাস্তা ধরে শিক্ষার্থী নিজে তার গন্তব্যে পৌছাবে। GOLN তারচেয়ে বেশি বিষ্বাস করে শিক্ষার্থীকে উৎসাহ দিতে এবং আগ্রহী করে তুলতে, যাতে শিক্ষার্থী নিজের রাস্তা খুঁজে নেয়। GOLN বিশ্বাস করে একজন শিক্ষিত মানুষ তার চিন্ত জগতে পুরোপুরি স্বাধীন হবে। GOLN সেই স্বাধীনতার জন্য কাজ করে।