খালেক দেওয়ানের গান নিয়ে আজকের আয়োজন।সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শাক্তা ইউনিয়নের বামনসুর গ্রামে ১৩১৬ সালের ১২ই ফাল্গুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলেপ চান্দ শাহ্ ওরফে আলফু দেওয়ান নিজেও একজন সাধকপুরুষ ছিলেন। তাঁর মা বিবরন নেসা ছিলেন একজন গুণী মহিলা। বাবামায়ের তিন ছেলেমেয়ের মধ্যে সবার বড় ছিলেন আব্দুল মালেক দেওয়ান (জন্ম ১৩০১)। মালেক দেওয়ানও বাংলাদেশের আরেকজন স্বনামধন্য শিল্পী। দ্বিতীয়জন ফাতেমা বেগম (জন্ম-১৩০৮ বঙ্গাব্দ) আবদুল খালেক দেওয়ান তৃতীয় ও সর্বকনিষ্ঠ। আলফু দেওয়ানের পিতা ইসমাইল দেওয়ান এবং মা করিমন নেসার দুই ছেলে এক মেয়ের মধ্যে আলফু দেওয়ান ছিলেন সবার বড় এবং তাঁর ভাই ইসহাক দেওয়ান সবার ছোট ছিলেন।
Table of Contents
খালেক দেওয়ানের গানঃ
কিশোর খালেক দুরস্ত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে তিনি পড়তে যান “কালিন্দি উচ্চ বিদ্যালয়ে”। সেই সময় তার এলাকার তরুণ সম্প্রদায় একটি শৌখিন যাত্রাদল গঠন করে। আবদুল খালেক এ যাত্রাদলে যোগ দিয়ে নানা ধরণের অভিনয় আরম্ভ করেন। এতে তার লেখাপড়া ব্যাহত হয়। দূরন্ত আব্দুল খালেকের পাঠে অমনোযোগিতায় বাবা আলফু দেওয়ান খুবই রাগ করেন। এলাকার ছেলেদের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য তিনি কিশোর মালেককে ১৩৩২ সালের শেষের দিকে আসামের চাউলখোয়ায় তাঁর ভক্ত নবাবজানের কাছে পাঠিয়ে দেন।