দিল আফরোজ রেবার গান

দিল আফরোজ রেবার গান নিয়ে আজকের আয়োজন।দিল আফরোজ রেবা একজন বাংলাদেশী বাউল লোকশিল্পী।তিনি একজন গীতিকার ও সঙ্গীত সুরকারও।[৩]

দিল আফরোজ রেবার গান

 

দিল আফরোজ রেবার গানঃ

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।। বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই। পিছে পিছে ঘুরছে শমন কোনদিন হাতে দেবে দড়ি।। দরদের ভাই বন্ধুজনা ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।। যা করো তাই করো […]

আশা পূর্ন হলো না আমার মনের বাসনা।

আশা পূর্ন হলো না আমার মনের বাসনা।। বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা। কর না দিলে দেয় গো সাজা কারো দোহাই মানেনা।। বাঞ্চা করি যুগল পদে সাধ মিটাব ঐ পদ সেধে। বিধি বৈমুখ হলো তাতে দিল সংসার যাতনা।। পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মূল সাধনে। লালন বলে এই নিদানে মুর্শিদ ফেলে […]

FolkGurukul.com, Logo, 252x68 px White

 

পারে লয়ে যাও আমায়।

পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে। তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই।। অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি। লালন কয় অকুলের পতি কে বলবে […]

 

FolkGurukul.com, Logo, 252x68 px Dark

জাত গেল জাত গেল বলে।

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি […]

না বুঝে মজো না পিরিতে

না বুঝে মজো না পিরিতে। বুঝে সুঝে করো পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে।। ভবের পিরিত ভূতের কীর্তন ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন। অবশেষে হয় তার মরণ তেমাথা পথে।। পিরিতের যদি হয় বাসনা সাধুর কাছে জান গে বেনা। লোহা যেমন স্পর্শে সোনা, হবে সেইমতে।। এক পিরিতের দ্বিভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন। দেখে শুনে বলছে […]

FolkGurukul.com, Logo, 252x68 px Dark

 

চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।। মেঘে কত দেয় গো ফাঁকি তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি তারে সাধক বলে।। চাতক পাখির এমনি ধারা তৃষ্ণায় জীবন যায় গো মারা। অন্য বারি খায় না তারা মেঘের জল বিনে।। মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি। ফকির […]

 

FolkGurukul.com, Logo, 252x68 px White

আরও পড়ুনঃ

কিরণ চন্দ্র রায়ের গান

Leave a Comment