প্রধান পৃষ্ঠপোষকের বাণী

সকল লোকগানের ভক্ত, শিল্পী, নির্মাতা সহ সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের লোকগানের উদ্যোগটি আপনার দৃষ্টি আকর্ষণ করায় আমরা অত্যন্ত আনন্দিত।

প্রধান পৃষ্ঠপোষকের বাণী

 

আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন, আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন থেকে, গুরুকুলের আর্ট কালচারের ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতা করছি।
তার মধ্যে ফোক বা লোকগান একটি।
আমাদের ফোক বা লোকগান আমাদের মৌলিক সম্পদ। আমাদের পুর্বজননেরা তাদের মেধা, মনন দিয়ে অতি যত্নে আমাদের জন্য তৈরি করে গিয়েছেন।
আমাদের কর্তব্য সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ।
সেই সাথে গায়কী ও পরিবেশন আরও যুগোপযোগী করা, যাতে দেশ-বিদেশের মানুষ আরও বেশি যুক্ত হতে পারে।

আমাদের প্রত্যাশা, বাংলাদেশে থেকে বিশ্বমানের পেশাজীবী লোকসঙ্গীত শিল্পী তৈরি করা।
এবং দেশে-বিদেশে বাংলাদেশের লোকগানের রসিক শ্রোতা বাড়ানো।

এজন্য আমরা উদ্যোগ নিয়েছি নিয়মিত অনলাইন ক্লাস ও টিউটোরিয়ালের।
যেগুলো শিক্ষার্থীদের লোকগানের বিশেষ টেকনিক গুলো খুব সহজে রপ্ত করতে সাহায্য করবে।
নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ অনুরোধেও ক্লাস তৈরি হচ্ছে।
তৈরি হচ্ছে নানা রকম ভিডিও পারফর্মেন্স।
আর এই সব কিছুই ফ্রি, আমাদের পক্ষ থেকে উপহার।

আপনাদের অবগতির জন্য জানাতে চাই – আমরা প্রতি বছর লোকগান খাতে একটি করে বৃত্তি দেব।
যার অর্থমূল্য আড়াই লক্ষ টাকা। এই অর্থ শিক্ষার্থীর প্রয়োজনীয় তালিম বা ঘরে বসে রেয়াজ অথবা গবেষণা করার জন্য দেয়া হবে।

আমরা পৃষ্ঠপোষকতা করবো তাদের,
– যারা হয়তো লোকগান শিখেছেন, পাশাপাশি শাস্ত্রীয় গায়নরীতি শিখে নিজের গায়কী আরও উন্নত করতে চান।
– বা যারা লোকগানের ইতিহাস সংরক্ষণ বা গবেষণায় সুনির্দিষ্ট কাজ করতে চান।
– বা যারা গায়কী, যন্ত্র ব্যবহার যুগোপযোগী করতে কোন বিশেষ গবেষণা করতে আগ্রহী।
এমন প্রার্থীদের জন্যই এই বৃত্তি।

আমাদের ডেসক্রিপশনে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করুন।
আপনাদের আবেদন, আমাদের বিশেষজ্ঞ প্যানেল যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন।

এবারে আসি আমাদের ২য় ঘোষণায়:
নতুন শিল্পী তৈরির পাশাপাশি আমরা বিশ্বাস করি গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না।
তাই আমরা এবার বাংলাদেশি লোকগানের বিশিষ্ট শিল্পীদের মধ্য থেকে একজনকে সম্মাননা প্রদান করবো।
সম্মাননার সাথে ২ লক্ষ টাকা পরিমাণ নগদ অর্থ থাকবে।

আমাদের গুনি শিল্পীদের সন্ধান অব্যাহত রয়েছে। তাছাড়া আপনারাও যদি মনে করেন এমন যোগ্য কারও নাম আমরাদের দৃষ্টির বাইরে আছে। তার নাম আমাদের ডেসক্রিপশনে দেয়া নিয়ম অনুযায়ী প্রস্তাব করতে পারেন।

আশা করি আমাদের সবার চেষ্টায়, বাংলাদেশ থেকে অনেক আন্তর্জাতিক মানের লোকগানের শিল্পী, গবেষক তৈরি করতে পারবো। যারা দেশের জন্য সম্মান বয়ে আনবেন।

আপনার পরিচিত আগ্রহীদের এই বার্তাটি পৌঁছে দেবার অনুরোধ রইলো।

সবাই ভালো থাকবেন।

 

শুভেচ্ছান্তে,

ড. সীমা হামিদ

প্রধান পৃষ্ঠপোষক, লোকগান গুরুকুল

সাভাপতি, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন

Leave a Comment