কার ভাবে এ ভাব বল রে কানাই-লালন শাহ

লালন শাহ এর গান কার ভাবে এ ভাব বল রে কানাই  করিয়ে বিবির নিহার রসুল আমার  -নিয়ে আজকের আয়োজন।

কার ভাবে এ ভাব বল রে কানাই

 

কার ভাবে এ ভাব বল রে কানাই-লালন শাহ

 

কার ভাবে এ ভাব বল রে কানাই ।

 রাজ-রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই ॥

ভেবে তোর এভাব বুঝিতে নারি

 আজ কিসের কাঙাল আমার অটলবিহারি 

ছিল অগৌর-চন্দন, যে অঙ্গে ভূষণ 

সে অঙ্গ আজ কেনে লোটায় ধুলায় ॥

ব্রহ্মাণ্ড ভাবক যারে ভাবিয়ে 

আজ সে ভাবক কাহার ভাব লয়ে

 একি অসম্ভব ভাবনা সম্ভাবে কোন জন্য

 মরি মরি ভাবের বলিহারি যাই ॥

অনুভাবে ভেবে কতই করি সার

 শ্যামচাঁদের উত্তম কি চাঁদ আছে আর 

করে চাঁদে হরণ সেহি বা কেমন

 ভক্তিবিহীন লালন বসে ভাবে তাই ॥

শাহ আবদুল করিমের গান
আমাদের গুগল নিউজে ফলো করুন

লালনের বাউল দর্শন

বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ। বাউলরা সাদামাটা জীবনযাপন করেল l  এবং একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস।[৪২] বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ।

২০০৫ সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে।বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক।  তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মাঝে বৈষ্ণবধর্ম এবং সূফীবাদের প্রভাব লক্ষ করা যায়। বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মাকে।  তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়।

 

কার ভাবে এ ভাব বল রে কানাই-লালন শাহ

 

আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। সাধারণত অশিক্ষিত হলেও বাউলরা জীবনদর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন।  বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন।

আরও দেখুন :

কার ভাবে এ ভাব বল রে কানাই-লালন শাহ

 

Leave a Comment