কে আজ কোপীন পরালো তোরে-লালন শাহ

লালন শাহ এর গান কে আজ কোপীন পরালো তোরে – নিয়ে আজকের আয়োজন।

কে আজ কোপীন পরালো তোরে

 

কে আজ কোপীন পরালো তোরে-লালন শাহ

 

কে আজ কোপীন পরালো তোরে।

তার কি দয়া-মায়া কিছু নাই অন্তরে ॥

একা পুত্র তুই রে নিমাই

অভাগিনীর আর কেউ নাই

কী দোষে আমায় ছেড়ে রে নিমা

ই ফকির হলি এমন বয়সে রে ॥

মনে ইহা ছিল তোরি

হবি রে নাচের ভিখারী

তবে কেন বিয়ে করলি পরের মেয়ে

কেমনে আজ আমি রাখব তারে ॥

ত্যাজ্য করে পিতামাতা

কী ধর্ম আজ জানবি কোথা

মায়ের কথায় চল কোপীন খুলে ফেল

লালন কয় যেরূপ তার মায়ে কয় রে ॥

শাহ আবদুল করিমের গান
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

লালনের চলচ্চিত্র

লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মিত হয়েছে। ১৯৭২ খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি। শক্তি চট্টোপাধ্যায় ১৯৮৬ খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ম. হামিদ ১৯৮৮ খ্রিস্টাব্দে পরিচালনা করেন তথ্যচিত্র দ্যাখে কয়জনা যা বাংলাদেশে টেলিভিশনে প্রদর্শিত হয়। তানভীর মোকাম্মেল ১৯৯৬ সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি।

২০০৪ সালে তানভির মোকাম্মেলের পরিচালনায় লালন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় । এ চলচ্চিত্রটিতে লালনের ভূমিকায় অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।  এছাড়া ২০১০ এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে যা ২০১০ খ্রিস্টাব্দে ৪১তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

 

কে আজ কোপীন পরালো তোরে-লালন শাহ

 

উল্লেখ্য যে এই চলচ্চিত্রে লালনকে কোন উল্লেখযোগ্য সূত্র ছাড়াই হিন্দু হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রটি অনেক সমালোচনার মুখোমুখি হয়। ২০১১ সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘অন্ধ নিরাঙ্গম’ নামের চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিতে লালনের দর্শন ও বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আনুশেহ্ অনাদিল প্রমুখ।

আরও দেখুন :

Leave a Comment