বাউল বৈষ্ণব সুফী সূচিপত্র | শরদিন্দু ভট্টাচার্য

বাউল বৈষ্ণব সুফী – মরমী সঙ্গীতের সুর ও ছন্দ আমাদের কাছে সহজে যতটা পৌছুতে পারে, এর অন্তর্নিহিত ভাব ও ভাষা ততটা সহজে পৌছুতে পারে না। বাউল, বৈষ্ণব, সুফি প্রভৃতি মতবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণেই মূলত এ অবস্থার সৃষ্টি হয়। বাংলা ভাষায় যে এতদসংক্রান্ত গ্রন্থের খুব অভাব এমন নয়; কিন্তু এগুলোর বর্ণনা ও ব্যাখ্যা কিছুটা দুর্বোধ্য বা জটিল হওয়ায় বিভিন্ন স্তরের পাঠকের নিকট এর দ্বার থাকে অনুম্মোচিত।

সম্ভবত এ কারণেই এখনো অনেকে মরমী গানের শিল্পী মাত্রেই বাউল শিল্পী এবং মরমী গান মানেই বাউলগান মনে করে বিভ্রান্ত হন। আলোচ্য গ্রন্থে সঙ্গীতের উদাহরণসহ এ বিষয়টি স্পষ্ট করে তোলার চেষ্টা করা হয়েছে। পূর্ববর্তী মরমী কবিদের সঙ্গে বর্তমান মরমী কবিদের পার্থক্যের বিষয়টিও এতে হয়েছে উপস্থাপিত। আশা করছি মহৎ প্রণীত অন্যান্য গ্রন্থের মতো এ গ্রন্থটিও সর্বস্তরে হবে গ্রহণযোগ্য।

গ্রন্থের খসড়া পাণ্ডুলিপি প্রণয়নে বরাবরের মতো এবারো বাংলা বিভাগের ছাত্রছাত্রী ও সহধর্মিণী কিছুটা সময় ব্যয় করেছেন। সুন্দর হস্তাক্ষরের অধিকারী জয়নাল, নীপা, আফরোজা, কাওসার, অপূর্ব ও জয়শ্রীকে এজন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

সংসারের প্রায় সমস্ত দায়িত্ব স্বীয় স্কন্ধে উত্তোলন পূর্বক আমাকে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিন্ত মনে পাণ্ডুলিপি প্রণয়নের সুযোগ করে দিয়েছেন আমার বৃদ্ধ মা-বাবা। তাঁদের কাছে এজন্য আমি কৃতজ্ঞ নই; ভীষণ ভীষণ লজ্জিত। সম্ভবত আমার যোগ্যতার প্রতি অত্যধিক আস্থার কারণেই প্রয়োজনের অতিরিক্ত সম্মান দিয়ে প্রাবন্ধিক ও কবি কুমার সুশান্ত সরকার এই গ্রন্থের পাণ্ডুলিপি প্রণয়নে প্রথমে আমাকে অনুরোধ ও পরে বাধ্য করেছেন। তাঁর কাছে এজন্য আমি কৃতজ্ঞ; তবে তাঁর প্রত্যাশা পূরণ হলেই আমার শ্রম হবে সার্থক। গ্রন্থের প্রকাশক রোদেলা প্রকাশনীর রিয়াজ খান অল্প কয়েক দিনেই আমাকে আপন করে নিয়েছেন।

তাঁর আগ্রহ ও প্রেরণা বাউল, বৈষ্ণব, সুফি সম্পর্কে আমাকে অধিকতর উৎসাহী ও উদ্যোগী করে তুলেছে। ভবিষ্যতে এতদ্বিষয়ে কাজ করলে, তাঁদের প্রেরণার কথাই মনে হবে সর্বাগ্রে একথা স্বীকার করে নিচ্ছি প্রকাশ্যে। গ্রন্থের একেবারে শেষ অংশে এ সময়ের কয়েকজন মরমী কবির গান মুদ্রণ করা হলো। সিলেটে অবস্থান করার কারণে এতদঞ্চলের গানই সংগৃহীত ও মুদ্রিত হলো বেশি। সঙ্গীত পিপাসু ব্যক্তিবর্গ ও ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য এগুলো প্রয়োজনীয় হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস।

 

বাউল বৈষ্ণব সুফী সূচিপত্র | শরদিন্দু ভট্টাচার্য

 

বাউল বৈষ্ণব সুফী সূচিপত্র

 

বাউল বৈষ্ণব সুফী সূচিপত্র | শরদিন্দু ভট্টাচার্য

 

বাউল সাধকগণ

বৈষ্ণব সাধকগণ

সুফি সাধকগণ

বাউল, বৈষ্ণব ও সুফি সঙ্গীত

বর্তমান প্রজন্মের কয়েকজন মরমীকবির গান

 

বাউল বৈষ্ণব সুফী সূচিপত্র | শরদিন্দু ভট্টাচার্য

 

আরও পড়ূনঃ

Leave a Comment