Site icon Folk Gurukul [ লোকগান গুরুকুল ] GOLN

সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকী মলো-লালন শাহ

সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকী মলো

লালন শাহ এর গান সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকী মলো- আজকের আয়োজন

সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকী মলো

 

সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকী মলো ।

হায় রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল ॥

নবঘন বিনে বারি

খায় না চাতক অন্য বারি

চাতকের প্রতিজ্ঞা ভারি

যায় যাবে প্রাণ সেও ভাল ॥

চাতক থাকে মেঘের আশে

মেঘ বরিষে অন্য দেশে

বলো চাতক বাঁচে কিসে

ওষ্ঠাগত প্রাণ হলো ॥

লালন ফকির বলে রে মন

হলো না মোর ভজন-সাধন

ভুলে সিরাজ সাঁইয়ের চরণ

মানবজনম বৃথা গেল

 

লালনের চলচ্চিত্র

লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মিত হয়েছে। ১৯৭২ খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি। শক্তি চট্টোপাধ্যায় ১৯৮৬ খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ম. হামিদ ১৯৮৮ খ্রিস্টাব্দে পরিচালনা করেন তথ্যচিত্র দ্যাখে কয়জনা যা বাংলাদেশে টেলিভিশনে প্রদর্শিত হয়।

তানভীর মোকাম্মেল ১৯৯৬ সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি। ২০০৪ সালে তানভির মোকাম্মেলের পরিচালনায় লালন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় । এ চলচ্চিত্রটিতে লালনের ভূমিকায় অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এছাড়া ২০১০ এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে যা ২০১০ খ্রিস্টাব্দে ৪১তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। উল্লেখ্য যে এই চলচ্চিত্রে লালনকে কোন উল্লেখযোগ্য সূত্র ছাড়াই হিন্দু হিসাবে উপস্থাপন করা হয়েছে।

 

 

ল্লোল পরিচালিত ‘অন্ধ নিরাঙ্গম’ নামের চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিতে লালনের দর্শন ও বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আনুশেহ্ অনাদিল প্রমুখ।

আরও দেখুন :

কানাই কার ভাবে তোর এ ভাব দেখি রে-লালন শাহ

Exit mobile version