নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী-লালন শাহ

লালন শাহ এর গান নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী- আজকের আয়োজন

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী

 

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী-লালন শাহ

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী ।

যত সাধে শ্যাম আরও মান বাড়াও ভারি ॥

ধন্য তোর বুকের জোর

কাঁদালে জগৎ ঈশ্বর

করে মান জারি;

ইহার প্রতিশোধ কি

না নিবেন সেই হরি ॥

ভাবেতে বুঝলাম দড়

শ্যাম হইতে মান বড়

হল তোমারি;

থাক থাক রাই দেখবো তোমার

সব ভারিভুরি ॥

দেখেছ কে কোথায়

পুরুষকে পায়ে ধরায়

সে কোন নারী;

লালন কয় বিন্দে

মান কি তোর এতই ভারি ॥

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী-লালন শাহ

 

লালনের চলচ্চিত্র

লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মিত হয়েছে। ১৯৭২ খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি। শক্তি চট্টোপাধ্যায় ১৯৮৬ খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ম. হামিদ ১৯৮৮ খ্রিস্টাব্দে পরিচালনা করেন তথ্যচিত্র দ্যাখে কয়জনা যা বাংলাদেশে টেলিভিশনে প্রদর্শিত হয়।

তানভীর মোকাম্মেল ১৯৯৬ সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি। ২০০৪ সালে তানভির মোকাম্মেলের পরিচালনায় লালন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় । এ চলচ্চিত্রটিতে লালনের ভূমিকায় অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া ২০১০ এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে যা ২০১০ খ্রিস্টাব্দে ৪১তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

 

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী-লালন শাহ

 

উল্লেখ্য যে এই চলচ্চিত্রে লালনকে কোন উল্লেখযোগ্য সূত্র ছাড়াই হিন্দু হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রটি অনেক সমালোচনার মুখোমুখি হয়।  ২০১১ সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘অন্ধ নিরাঙ্গম’ নামের চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিতে লালনের দর্শন ও বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আনুশেহ্ অনাদিল প্রমুখ।

আরও দেখুন :

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী-লালন শাহ

 

Leave a Comment