ব্ৰজনীলে একি নীলে-লালন শাহ

লালন শাহ এর গান ব্ৰজনীলে একি নীলে  আজকের আয়োজন

ব্ৰজনীলে একি নীলে

 

ব্ৰজনীলে একি নীলে-লালন শাহ

ব্ৰজনীলে একি নীলে ।

কৃষ্ণ গোপী কারে জানাইলে ॥

যারে নিজ শক্তিতে গঠলো নারায়ণ

আবার গুরু বলে ভজলে তার চরণ

একি ব্যবহার, শুনতে চমৎকার

জীবের বোঝা ভার ভূমণ্ডলে ॥

নীলে দেখে কম্পিত ব্রজধাম

নারীর মান ঘুচাইতে যোগী হল শ্যাম

দুর্জয় মানের দায়, বাঁকা শ্যামরায়

নারীর পাদপদ্ম মাথায় নিলে ॥

এ জগতের চিন্তা শ্রীহরি

আজ কি নারী-চিন্তায় পলেন হরি

অসম্ভব বচন, ভেবে কয় লালন

রাধার দাসখতে সাঁই বিকালে ॥

ব্ৰজনীলে একি নীলে-লালন শাহ

 

লালনের গানের জনপ্রিয়তা

সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির অবস্থান ১৪তম।

আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ

  • আমি অপার হয়ে বসে আছি
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে
  • কে বোঝে সাঁইয়ের লীলাখেলা
  • জাত গেলো জাত গেলো বলে
  • খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
  • আপন ঘরের খবর লে না
  • আমারে কি রাখবেন গুরু চরণদাসী
  • মন তুই করলি একি ইতরপনা
  • এই মানুষে সেই মানুষ আছে
  • যেখানে সাঁইর বারামখানা
  • বাড়ির কাছে আরশিনগর
  • আমার আপন খবর আপনার হয় না
  • দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
  • ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে
  • সব সৃষ্টি করলো যে জন
  • সময় গেলে সাধন হবে না
  • আছে আদি মক্কা এই মানব দেহে
  • তিন পাগলে হলো মেলা নদে এসে
  • এসব দেখি কানার হাট বাজার
  • মিলন হবে কত দিনে
  • কে বানাইলো এমন রঙমহল খানা

 

ব্ৰজনীলে একি নীলে-লালন শাহ

ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। আনুশেহ আনাদিল, অরূপ রাহী, ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে।

আরও দেখুন :

ব্ৰজনীলে একি নীলে-লালন শাহ

Leave a Comment