মালেক দেওয়ানের গান

মালেক দেওয়ানের গান নিয়ে আজকের আয়োজন। এই উপমহাদেশে যে কজন মনিসি বাউল সংগীত তথা আধ্যাত্মিক সংগীত জগতে অপরিসীম অবদান রেখে বাংলা সংগীতকে সমৃদ্ধশালী করেছেন আব্দুল মালেক দেওয়ান তাদের মধ্যে অন্যতম। এই মানবতাবাদী সংগীত সাধক ১২৯২ সনের এগার মাঘ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অন্তগত বামুনশীল গ্রামে জন্মগ্রহণ করেন।

মালেক দেওয়ানের গান

 

তিনি একাধারে সংগীত রচয়িতা ও সুকণ্ঠের অধিকারী ছিলেন। আত্মপ্রচারবিমুখ এই মনিসি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আধ্যাত্মিক সাধনা। তাই তার গানে ব্যক্ত হয়েছে স্রষ্ঠার মহিমা আর মানুষকে ভালবাসার কথা। তিনি বিশ্বাস করতেন, মানুষে মানুষে কোনো বিভেদ নেই।তাই তার গানে বিদৃত হয়েছে হিন্দু-মুসলিম মিলনের এক প্রেমধারা। ফলে, তিনি এদেশের প্রধান দুটি ধর্মের লোকদের নিকট ছিলেন সমভাবে সমাদৃত। রেডিও-টিভির জন্মলগ্ন হতেই এই সাধকের রচিত গান দুটি মাধ্যমেই প্রচারিত হয়ে আসছে। তিনি রচনা করেছেন মুর্শিদি, মারফতি, ভক্তিমূলক ও কির্তন। বহু গানের রচয়িতা এই মহান সাধক ১৩৯৫ সনের ২রা বৈশাখ ইহলোক ত্যাগ করেন

 

 

মালেক দেওয়ানের গান
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মালেক দেওয়ানের গান

আমার জীবন যাইবার আগে

আমার জীবন যাইবার আগে আমার পরান যাইবার আগে
একবার দেখাও তারে
ও তার আসার আশায় জীবন গেল
জ্বালা আর সহে না অন্তরে।। ঐ

তারে না দেখিয়া যদি মরি
তোমার যত সহচরি গো
সোনা বন্ধুর নামটি কর্ণভরি
শোনাইও আমারে গো।। ঐ

আমার যত নয়ন বারি
রাখিও কোটরায় ভরি গো
আমার বন্ধু এলে চরণ
তারে ধোয়াইও এই জলে গো।। ঐ

আমি মরলে করিস এই কাম
কেটে রাখিস আমার বুকের চামগো
সোনা বন্ধু এলে বসতে দিও
সেই না কাটা চামের পরে গো।। ঐ

বইসা কাটা চামের পরে
আমার কথা যদি মনে পড়ে গো
ভেবে দেওয়ান মালেকে কয়
সফল জনম হবে এ সংসারে গো।। ঐ

 

মালেক দেওয়ানের গান

 

আমি পুইড়া হইছি কয়লা

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা (সই গো)
উপর উপর দেখতে ভালা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

যুগের পর যুগ রইলাম আমি গেঁথে নামের মালা (সই গো)
নেয় না মালা, দেয় না গলে বন্ধু করে ছলাকলা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

দুখের পরে সুখ আসে আর জ্বালার পরে ভালা (সই গো)
মালেকে কয় আসবেন কবে আমার বন্ধু চিকন কালা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

 

মালেক দেওয়ানের গান

 

স্বাদ মিঠে না দেখিয়া

আজ কেন বারেবার মনে চায় দেখিবার
ক্ষণিক দাঁড়াও দেখি চাহিয়া
ওগো প্রিয়া, স্বাদ মিঠে না দেখিয়া ।।
ভেবেছি অন্তরে জনম জন্মান্তরে
রাখিব তোমারে হৃদয়ে বাসরে
তবু যদি চলে যাও একটি বার বলে যাও
আবার কি আসিবে তুমি ফিরিয়া ।।
জীবন বাধা অভাগিনী রাধা
তবু প্রেমের মালা রেখেছি গাঁথিয়া
সেই মালা নিয়া যাও পূর্বের সৃতি ফিরা চাও
একাকিনি থাকিব কি লইয়া ।।
একবার যদি জানিতাম ওগো মোর প্রাননাথ
সাধ মিটাব তোমার ছবি বুকে লইয়া
কমলে কমলে সখি তোমার সনে
মালেকের দেখবে কে আশিয়া ।।

 

মালেক দেওয়ানের গান

 

আরও দেখুন:

 

 

Leave a Comment