নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি-লালন শাহ

লালন শাহ এর গান নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি – আজকের আয়োজন

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি

 

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি-লালন শাহ

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি।

বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি ॥

আমি ক্ষণেক থাকি স্বরূপ দেশে

আবার বেড়াই হাওয়ায় মিশে

ভক্তের উদ্দেশে শতদলে মিশে

ঘৃত ছানা পান করি ॥

আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম

যে ভাবে যখন ডাকে সে ভাবে পুরাই মনোস্কাম

ভক্তের দ্বারে বাঁধা আছি তাই

শান্তিরসে ভোর করি ॥

আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই

ভক্তের মন রক্ষা করতে গো ধেনু চরাই

ভক্ত ছাড়া নাই কো আমি

সুবাতাসেতে ঘুরি ॥

আমি রায় হৃদরসে ভক্তে থাকি মিশে

ভক্তির পরীক্ষা হলে পায় সে আয়াসে

ফকির লালন হলো অপদার্থ

চরণ ভিক্ষা দেও এসে ॥

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি-লালন শাহ

 

লালনের প্রসার

বাউল সম্রাট লালনের মাধ্যমেই বাউল গান সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠা লাভ করে। একেবারেই প্রচারবিমুখ লালন সাঁই তার দীর্ঘ সংগীত জীবনে অসংখ্য বাউল গান সৃষ্টি করেন যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এমনকি বর্তমান তরুণ প্রজন্মের কাছেও লালনের গান আধুনিকতার প্রতীক হিসেবেই ধরা দিয়ে আসছে।

মাটি, মানুষ, প্রকৃতি, জীবনবোধ, ধর্ম, প্রেম এবং দেশের কথাই বেশির ভাগ সময় ওঠে এসেছে লালনের গানে। লালনের গানের সংখ্যার তেমন কোন প্রামাণিক দলিল নেই। তবে তার সৃষ্ট গান অসংখ্য হওয়ায় সব গান সংরক্ষণ করা সম্ভব হয়নি। লালন সাঁই’র গান উপমহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীতেই প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই লালনের গান আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। রবীন্দ্রনাথ লালনের গান সংগ্রহ করে ১৯২২ সালে ভারতীয় পত্রিকার হারামনি শাখায় চারভাগে ২০টি গান প্রকাশ করেন। লালন সাঁই’র বাউল গানে উৎসাহী ও অনুপ্রাণিত হয়ে নিজেকে রবীন্দ্র-বাউল হিসেবে পরিচয় দিতেন স্বয়ং বিশ্বকবি।

লালনের গানের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে উপমহাদেশে অসংখ্য বাউলের আবির্ভাব ঘটে, যারা পরবর্তীতে বেশ ভালভাবেই প্রতিষ্ঠা লাভ করেন। বাউল গানকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে লালন সাঁই’র ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুর ১২৫ বছর পরও বিন্দুমাত্র ভাটা পড়েনি লালন সাঁই’র গানের চেতনায়।

 

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি-লালন শাহ

 

এখনও তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয় কিংবদন্তি এ বাউলের গানের মায়ায়। যে মায়ার টানে লালনের গান আজ পর্যন্ত তরুণ প্রজন্মের কণ্ঠে লালিত হয়ে আসছে দারুণভাবে। এমনই অমূল্য গানের ভাণ্ডার বাউল গানের এ সম্রাট রেখে গেছেন, যার মাধ্যমে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয় আলোকিত হয়ে চলেছে।

আরও দেখুন :

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি-লালন শাহ

 

Leave a Comment