পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি-লালন শাহ

লালন শাহ এর গান  পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি- আজকের আয়োজন

পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি

 

পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি-লালন শাহ

পড় রে দায়েমি নামাজ এ দিন হল আখেরি

মাশুক রূপ হৃদয়ে রেখে, আশেকের বাতি জ্বেলে দ্যাখে

কি বা সকাল কি বা বিকাল দায়েমিরি নাই অবধারী ॥

সালেকের রাহাপনা, মজ্জবি হয় আশেক দেওয়ানা

আশেকে দেল করে ফানা, মাশুক বই অন্যে জানে না

আশাঝুলি লয়ে সে না মাশুকের চরণভিখারী ॥

আইন দায়েমি কেফায়া যিন্নি, এই ফরজ জাত নিশানী

দায়েমি ফরজ আদায়, যে করে তার নাই জেতের ভয়

জাত ইলাহি ভাবে সদাই, মিশায়ে সে জাতে নূরি ॥

আইনির অদেখা তরিক, দায়েমি বরজখ নিরিখ

সিরাজ সাঁই দরবেশের চরণ, ভেবে কয় ফকির লালন

দায়েমি নামাজি যে জন, শমন তার আজ্ঞাকারী ॥

পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি-লালন শাহ

 

লালনের বাউল দর্শন

বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।  লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ। বাউলরা সাদামাটা জীবনযাপন করেন  এবং একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস।  বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ।

২০০৫ সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে।বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক। তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মাঝে বৈষ্ণবধর্ম এবং সূফীবাদের প্রভাব লক্ষ করা যায়।

 

পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি-লালন শাহ

 

বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মাকে। তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। সাধারণত অশিক্ষিত হলেও বাউলরা জীবনদর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন।  বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন।

আরও দেখুন :

পড় রে দায়েমি  নামাজ এ দিন হল আখেরি-লালন শাহ

 

Leave a Comment