লালন শাহ এর গান আমি ওই চরণে দাসের যোগ্য নই- নিয়ে আজকের আয়োজন।
Table of Contents
আমি ওই চরণে দাসের যোগ্য নই
আমি ওই চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয় ॥
ভাব জানি নে প্রেম জানি নে .
দাসী হতে চাই চরণে
ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙা চরণ পায় ॥
নিজগুণে পদার বিন্দু
চরণ দেন যদি সাঁই দীনবন্ধু
তবে তরি ভবসিন্ধু
আর তো না দেখি উপায় ॥
অহল্যা পাষাণী ছিল
প্রভুর চরণ-ধুলোয় মানব হলো
লালন পথে পড়ে র’ল
এবার যা করে সাঁই দয়াময় ॥
লালনের ঠাকুর পরিবারের সাথে সম্পর্ক
এরই একটি সংখ্যায় ঠাকুর-জমিদারদের প্রজাপীড়নের সংবাদ ও তথ্য প্রকাশের সূত্র ধরে উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তারা বিষয়টির তদন্তে প্রত্যক্ষ অনুসন্ধানে আসেন। এতে করে কাঙাল হরিনাথ মজুমদারের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ঠাকুর-জমিদারেরা। তাঁকে শায়েস্তা করার উদ্দেশ্যে লাঠিয়াল পাঠালে শিষ্যদের নিয়ে লালন সশস্ত্রভাবে জমিদারের লাঠিয়ালদের মোকাবিলা করেন এবং লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। এর পর থেকে কাঙাল হরিনাথকে বিভিন্নভাবে রক্ষা করেছেন লালন।
লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরী করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছরখানেক আগে ৫ মে ১৮৮৯ সালে পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন- যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যদিও অনেকের দাবী এই স্কেচটিতে লালনের আসল চেহারা ফুটে -ওঠেনি।
আরও দেখুন :